বাংলাগঞ্জে সাংবাদিকতা বিষয়ক ১০ম প্রশিক্ষণ হতে যাচ্ছে || অংশ নেওয়ার আহ্বান

No Image Available
  • আপডেট টাইম : February 05 2025, 07:24
  • 29 বার পঠিত
বাংলাগঞ্জে সাংবাদিকতা বিষয়ক ১০ম প্রশিক্ষণ হতে যাচ্ছে || অংশ নেওয়ার আহ্বান

সিলেটের বালাগঞজ উপজেলায় প্রেসক্লাব, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক ১০ম প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণে উপকরণ, আপ্যায়ন ও সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থী, বেকার তরুণ-তরুণী, সংগঠক, মানবাধিকার কর্মী ও এনজিও সহ যে কোন পেশায় কর্মরতরা অংশ গ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষণ ফি ৫০০ টাকা। আগ্রহীদেরকে ০১৭১৬১৩৮১৬০ নম্বর ফোনে যোগযোগ করতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর