বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট মহানগর শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দরগাগেইটে শহীদ সোলেমান হলে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তারা যদি সঠিক নেতৃত্বে এগিয়ে আসে তাহলে দেশের পরিবর্তন নিশ্চিত হবে।
ছাত্র সমাবেশে সংগঠনের মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন, ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, খেলাফত মজলিসের মহানগর সহসভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, ডা ফয়জুল হক, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি খসরুল আলম, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক পূর্ব জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান খান, সিলেট মহানগর শাখার সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান ও শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি