জকিগঞ্জে ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে ডাকাতি || নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

No Image Available
  • আপডেট টাইম : February 01 2025, 15:48
  • 37 বার পঠিত
জকিগঞ্জে ব্যবসায়ী ও প্রবাসীর বাড়িতে ডাকাতি || নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সেনাপতিরচক গ্রামে ব্যবসায়ী আব্দুল মুমিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ১৫/২০ জনের মুখোশপড়া ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের চোঁখ বেঁধে জিম্মি করে নগদ ১১ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণ, ১৫টি মোবাইল সেট ও মূল্যবান মালপত্র নিয়ে যায়।
ব্যবসায়ী মুনিম আহমদ জানান, ডাকাতদল তাকে, তার স্ত্রী রেহানা বেগমকে ও বৃদ্ধ মাকে মারধর করে।
তিনি আরো জানান, তার দুই ভাই ফ্রান্সে থাকেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর