আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণী

No Image Available
  • আপডেট টাইম : January 30 2025, 08:41
  • 69 বার পঠিত
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণী

সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সিরাতুন্নবী (স) মাহফিল ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি/১৬ মাঘ) আয়োজিত সিরাতুন্নবী (স) মাহফিল ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি দেবজিৎ সিংহ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসারা অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, জ্যেষ্ঠ প্রভাষক মহররম আলী, প্রাক্তন শিক্ষক রেহেনা বেগম, সহকারী শিক্ষক মো আব্দুল করিম শেখ ও অভিভাবক সদস্য মো সিরাজ উদ্দিন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
জ্যেষ্ঠ শিক্ষক মো আবুল কালামের সঞ্চালনায় প্রধান বক্তা আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি শিক্ষার্থীদের বিশ্বনবীর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করতে উদ্বুদ্ধ করেন।
প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ক্বিরাত, ইসলামী সঙ্গীত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর