সিলেটে ‘বিজয়ের উল্লাসে-তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : January 29 2025, 15:29
  • 51 বার পঠিত
সিলেটে ‘বিজয়ের উল্লাসে-তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘বিজয়ের উল্লাসে-তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি/১৫ মাঘ) জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উত্তরণে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। সময়ের চাহিদা মতো চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকে না। আধুনিক তথ্য-প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরাই আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন। সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেলোয়ার হোসেন, ওসমানী মেডিক্যাল কলেজের তামিম আদনান ও সিলেট সরকারি মহিলা কলেজের মালেকা খাতুন সারা। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধান, স্কাউট ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পিআইডি সিলেট

এই ক্যাটাগরীর আরো খবর