শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি/১৫ মাঘ) নিজের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘উপজেলা প্রশাসনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে আপনাদের সহযোগিতা অপরিহার্য। শাল্লার উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করবো।’
সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক জে সি বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, শান্ত কুমার তালুকদার, বকুল আহমেদ তালুকদার, বিপ্লব রায়, দিলোয়ার হোসাইন, শংকর ঋষি, সন্দীপন তালুকদার, কাজী বদিউজ্জামান, পংকজ দাশ, নাছির সুলতান, মানবেন্দ্র দাশ, রাজীব দেব তন্ময়, নিশিকান্ত দাস, চিন্ময় দাস, তৌফিকুর রহমান তাহের প্রমুখ।
পিয়াস চন্দ্র দাস গত ২৭ জানুয়ারি শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।