লন্ডনে নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে সভা

  • আপডেট টাইম : January 29 2025, 16:07
  • 32 বার পঠিত
লন্ডনে নো-ভিসা ফি বৃদ্ধি ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে সভা

শেখ মো নূরুল ইসলাম, লন্ডন, ইউকে : অত্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত ও বিদেশী অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবিতে লন্ডনে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সমাজসেবক মো তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কনভেনর, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম, ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী।
বক্তারা বিমানের ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তা অবিলম্বে কমানোর এবং ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটের ব্যাপারে স্পষ্ট ঘোষণার দাবি জানান।
তারা হুশিয়ারী উচ্চারণ করেন, দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর