বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা এবং সীমান্তবর্তী এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি/১৫ মাঘ) আয়োজিত মতবিনিময় সভায় সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত), পচ্শিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নকসিয়া পুঞ্জির হেডম্যান, অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফারুক হোসেন (সহকারী পরিচালক, পিবিজিএম, ৪৮ বিজিবি) অনুষ্ঠানটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তা অভিমত ব্যক্ত করেন।
৪৮ বিজিবি অধিনায়ক, বলেন দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
তিনি সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার ও দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান।
মেডিক্যাল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দেন, ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ (সেক্টর মেডিক্যাল অফিসার, বিজিবি, সিলেট) ও ডা আরাফাত ইসলাম (সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতাল)। রোগীদেরকে বিনামূল্যে ঔষধও দেওয়া হয়। তথ্য বিবরণী