তিন সন্তান সহ নিজের জীবনের নিরাপত্তা চান স্বামীর হাতে ‍নির্যাতিত শাহনাজ আক্তার

No Image Available
  • আপডেট টাইম : January 27 2025, 13:24
  • 53 বার পঠিত
তিন সন্তান সহ নিজের জীবনের নিরাপত্তা চান স্বামীর হাতে ‍নির্যাতিত শাহনাজ আক্তার

নিজস্ব প্রতিবেদক : গৃহবধূ শাহনাজ আক্তার তিন সন্তান সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন অসহায় অবস্থার জন্যে দায়ী তার পরনারী ও মাদকাসক্ত স্বামী। বিয়ের পর থেকেই নিপীড়নের শিকার তিনি। শ্বশুরবাড়ির অন্যরাও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।
সোমবার (২৭ জানুয়ারি/১৩ মাঘ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেনে মহানগরীর মেজরটিলা (শ্যামলী মেইন রোড) এলাকার রাজু আহমদের স্ত্রী এসব অভিযোগ করেন।
এ সময় তার তিন সন্তানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের মায়ের লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে। এতে উল্লেখ করা হয়, প্রবাসী রাজু আহমদের সঙ্গে ২০০৫ সালে পারিবারিকভাবে শাহনাজ আক্তারের বিয়ে হয়; কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই তিনি টের পেয়ে যান, পরিবারটি গোছালো নয়। স্বামী মাদকাসক্ত। শ্বশুর আকমল আলী আকই মিয়া নিজে বাদি হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। তাই একপর্যায়ে স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসে উঠেন। পরে আলাদা বাসায় যান।
২০১২ সালে রাজু আহমদ স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। এরপর থেকে আসক্ত হয়ে পড়েন মাদক ও পরনারীতে। এমনকি জড়িয়ে যান পরকীয়ায়। অন্যদিকে নির্যাতন শুরু করেন স্ত্রীর ওপর। ফলে শাহনাজ আক্তারকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে শাহনাজ আক্তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করলেও সংসার রক্ষা ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মামলা প্রত্যাহার করে আবার সংসারে ফিরে যান।
এর মধ্যেই গোপনে আরেকটি বিয়ে করেন রাজু আহমদ। তবে সেই বিয়ে তার টিকেনি।
রাজু আহমদের নির্যাতনে শাহনাজ আক্তার এখন সন্তানদের নিয়ে আলাদা বাসায় থাকছেন। ফেলে আসতে বাধ্য হয়েছেন জামাকাপড় সহ সন্তানদের বইখাতা। ফলে এসএসসি পরীক্ষার্থী যমজ দুই সন্তান লেখাপড়া করতে পারছে না। উল্টো তিন সন্তানই পিতার নির্যাতনে আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহনাজ আক্তার এসএমপির শাহপরান (র) থানায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করতে গেলে ওসি অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান। এমনকি তিনি পুলিশ কমিশনারের নির্দেশও মানছেন না বলে অভিযোগ করা হয়েছে।
ওসি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহনাজ আক্তারের চিকিৎসার ছাত্রপত্র আটকে রেখেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
শাহনাজ আক্তার নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা এবং সঠিক তদন্তপূর্বক রাজু আহমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর