নিজস্ব প্রতিবেদক : ইউকে এনআরবি সোসাইটি নেতৃবৃন্দ হুশিয়ার করে দিয়েছেন, সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে টালবাহানা সহ্য করা হবে না। এই আকাশপথ বন্ধ করা করা হলে নর্থ ইংল্যান্ডে অবস্থানরত সিলেটি প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রেমিট্যান্স বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সালে দ্বিতীয় দফা চালু হয় সিলেট-ম্যানচেস্টার বিমানের ফ্লাইট। এ রুটে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার, লুটন, বার্মিংহাম, ওয়েলস ও স্কটল্যান্ড সহ বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৩ লাখ প্রবাসী সিলেটি মাত্র ১০ ঘণ্টায় যাতায়াত করতে পারেন। এতে বেশি সুফল ভোগ করেন বয়োবৃদ্ধ ও শিশু যাত্রীরা; কিন্তু প্রায় দুই মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ এ রুটে ফ্লাইটের অনলাইন টিকেটিং সিস্টেম বাতিল করে দেয়। পরে জানা যায়, এই রুট অলাভজনক দেখিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর পর থেকে বিভিন্ন পন্থায় প্রতিবাদ কর্মসূচি চলছে। এছাড়া প্রবাসীদের উদ্যোগে ম্যানচেস্টারে বাংলাদেশের উপ-দূতাবাস ও বিমান কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিকট দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বেবিচক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে টেলিফোনেও কথা বলেন।
বর্তমানে সপ্তাহে দুটি ফ্লাইট চালু আছে সিলেট-ম্যানচেস্টার রুটে; কিন্তু হজ্ব মৌসুমের জন্য দুটি ফ্লাইটই বন্ধ রাখতে চায় বাংলাদেশ বিমান কর্তপক্ষ। এ অবস্থায় সংবাদ সম্মেলনে পবিত্র হজ্বের জন্য একটি ফ্লাইট নিয়ে গিয়ে একটি ফ্লাইট সিলেট-ম্যানচেস্টার রুটে চালু রাখার দাবি জানানো হয়। কারণ এ সময় ঈদুল আযহা উপলক্ষে বিপুল সংখ্যক প্রবাসী সিলেট আসেন।
ইউকে এনআরবি সোসাইটি নেতৃবৃন্দ দাবি করেন, সিলেট-ম্যানচেস্টার রুট কখনোই অলাভজনক নয়। কিছুসংখ্যক মধ্যসত্বভোগীর কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে টিকেট কিনেন। এর পরও লাভ না হলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকেই কারণ খুঁজে বের করতে হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের পরিচালক মো জামাল উদ্দিন ও সাংবাদিক নজরুল ইসলাম বাসন। স্বাগত বক্তব্য রাখেন, মানবজমিন প্রতিনিধি ওয়েছ খছরু।