র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার || গ্রেফতার একজন

  • আপডেট টাইম : January 26 2025, 07:15
  • 8 বার পঠিত
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার || গ্রেফতার একজন

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিআউট রেলক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও রাতে কসবা উপজেলার রানিয়ারা বিষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় ২৮.১ কেজি গাঁজা উদ্ধার ও জেলার কসবা উপজেলার বায়েক সর্দ্দার বাড়ির মো সহিদ মিয়ার ছেলে মো রুহুল আমীনকে (২৮) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মো রুহুল আমীনকে ও জব্দকৃত আলামতগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর