নারায়ণগঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া

  • আপডেট টাইম : January 25 2025, 07:30
  • 11 বার পঠিত
নারায়ণগঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া

দৈনিক ইয়াদ সম্পাদক ও নতুনধারা বাংলাদেশ-এনডিবি নারায়ণগঞ্জ শাখার সংবাদ বিষয়ক উপদেষ্টা তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলের চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ। অতএব. বাংলাদেশে সাংবাদিকদেরকে কখনোই যেন আর কোন সরকার বা ব্যক্তি ধ্বংসের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জের ইউনিটি হোমিও কেন্দ্রে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক ইয়াদ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাসের সহসম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, এনডিবির ভাইস চেয়ারম্যান ডা নূরজাহান নীরা ও সদস্য আল আমিন বৈরাগী।
এছাড়াও স্মৃতিচারণ করেন, সাংবাদিক মহসীন আলম, মো জাহাঙ্গীর হোসেন, কবি আলতাফ হোসেন রায়হান, ডা মো ইলিয়াস, ডা হাবিবুর রহমান, ডা এন সি দাস, কবি সুমনা আক্তার লুবনা, মো সাগর মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডা মহসীন আলী।
তোফাজ্জল হোসেনের কর্মজীবনকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী দলের পক্ষ থেকে সাংবাদিকতায় ‘সংবাদযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি পদক’ ঘোষণা দেন, যার অর্থমূল্য হবে নগদ ১০ হাজার টাকা ও বই। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর