আল হামরা শপিং সিটি থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেন ব্যবসায়ীরা

No Image Available
  • আপডেট টাইম : January 23 2025, 11:42
  • 69 বার পঠিত
আল হামরা শপিং সিটি থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজারে আল হামরা শপিং সিটির একটি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও চুরি সংক্রান্ত মামলার আসামিদেরকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সিলেটের স্বর্ণ ব্যবসায়ীরা সময় বেঁধে দিয়েছেন।
তারা হুশিয়ার করে দিয়েছেন, এই সময়ের মধ্যে স্বর্ণ উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস সিলেট জেলা শাখার কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি/৯ মাঘ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতবৃন্দ এ হুশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা সভাপতি মো মাহবুবুর রহমান সওদাগর।
তারা জানান, গত ৯ জানুয়ারি আল হামরা শপিং সিটিতে বাজুস সিলেট জেলা শাখার সদস্য মো জাভেদ চৌধুরীর নূরানী জুয়েলার্সে চুরি হয়। চোর দিনের বেলা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২৫০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি কমিশনার বরাবর; কিন্তু এখনো চুরির ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার ও স্বর্ণ উদ্ধার বিষয়ে কোনো দৃশ্যমান তৎপরতা লক্ষ্য করা যায়নি। পুলিশের পক্ষ থেকে শুধু বলা হয়, কাজ অনেক দূর এগিয়েছে। চোরদেরকে শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এর আগেও সিলেটে এরকম ঘটনা ঘটেছে; কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাজুস সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদির মল্লিক, সহসম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ এবং কোষাধ্যক্ষ রতন দে।

এই ক্যাটাগরীর আরো খবর