সিলেট-শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : January 21 2025, 13:02
  • 56 বার পঠিত
সিলেট-শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট-শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২১ জানুয়ারি/৭ মাঘ) সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডে আছমা ম্যানশনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ নূরুর রহমান শাহনূরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় গ্রুপের ২০২৪ সালের আয় ও ব্যয় হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করে বিভিন্ন লাইনে গাড়ি চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপিস্থিত ছিলেন সিলেট-শ্রীমঙ্গল মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি সৈয়দ মৌরশ আলী, সহসভাপতি সামছুদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য কয়েছ উদ্দিন, অরুণ কুমার, ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, রায়হান হোসেন, নূর মিয়া, সৈয়দ রৌশন আলী, বিজিত তমাল দেব, নূরুল ইসলাম রুপম, লয়লু মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর