সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেফতার || ছিনতাইকাজে ব্যবহৃত ২টি অটোরিকশা উদ্ধার

  • আপডেট টাইম : January 21 2025, 11:22
  • 18 বার পঠিত
সিলেটে ৪ ছিনতাইকারী গ্রেফতার || ছিনতাইকাজে ব্যবহৃত ২টি অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইকাজে ব্যবহৃত ২টি অটোরিকশা উদ্ধার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এসআই (নি) দীপরাজ ধর সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মহানগরীর মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহায়তায় ছিনতাইকারী বিল্লাল আহমদ (৩৫, পিতা কাদির মিয়া, বালুচর, সিলেট) ও আক্তার আহমদকে (২৯, পিতা নূর মিয়া, ভাইয়ারপাড়, টুকেরবাজার, সিলেট) গ্রেফতার করেন।
এ সময় এ দুই ছিনতাইকারীর নিকট থেকে তাদের ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
এছাড়া বিকেল সাড়ে ৫টার দিকে এসআই (নি) মো মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাঠানটুলা এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর
সহায়তায় ছিনতাইকারী মো হামিদুর রহমান (২৪, পিতা মো ছিদ্দিক আলী, হাসামপুর, পশ্চিমপাড়া, মোগলাবাজার, সিলেট) ও আজহারকে (৩৭, পিতা মৃত আজমল হোসেন, ইলেকট্রিক সাপ্লাই রোড, বাসা নং ৫৭, কলবাখানী, সিলেট) গ্রেফতার করেন।
এ সময় তাদের ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর