নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের বাহুবল উপজেলায় ডাকাত দলের নেতা বলে পরিচিত সৈয়দ লাল মিয়াকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার মামলার আসামি ডাকাত দলের নেতা হিসেবে পরিচিত হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকার সৈয়দ গেদু মিয়ার ছেলে সৈয়দ লাল মিয়াকে (৩৯) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সৈয়দ লাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।