ব্রিটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম : January 20 2025, 15:34
  • 44 বার পঠিত
ব্রিটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি) আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মকিস মনসুরের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ওয়েলস আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম নজরুল ও এস এ রহমান মধু, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাবেক যুবনেতা সাজেল আহমেদ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, বঙ্গবন্ধুর এ স্বদেশ প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হয়ে আছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর