সাড়ে ৪৩ লাখ টাকার মালামাল ও ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম : January 17 2025, 12:57
  • 22 বার পঠিত
সাড়ে ৪৩ লাখ টাকার মালামাল ও ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার চোরাচালানী মালামাল ও দুই ভারতীয় নাগরিককে আটক করছে।
শুক্রবার (১৭ জানুয়ারি/৩ পৌষ) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, পান্থুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, সোনালীচেলা, তামাবিল ও কালাসাদেক বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেন্সিডিল ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করে।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থানে ভারতীয় নাগরিক মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫) নামের দুই ভারতীয় নাগরিককে (তাদের পিতা ভূপেন্দ্র গারো, ডালিয়াবস্তি, সাইগ্রাম, ইস্ট খাসিয়া হিল, শিলং, ভারত) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদেরকে দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হয়েছে। আটকৃত চোরচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর