সিলেট ও সুনামগঞ্জে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার পণ্য আটক

  • আপডেট টাইম : January 16 2025, 15:59
  • 2 বার পঠিত
সিলেট ও সুনামগঞ্জে ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে।
বুধবার (১৬ জানুয়ারি/২ মাঘ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের বাংলাবাজার, শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, সোনালীচেলা, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাট বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়, যার মূল্য আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর