নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম : January 15 2025, 18:10
  • 1 বার পঠিত
নবীগঞ্জের সালামতপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সালামতপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোরো জমির পানি নেওয়াকে কেন্দ্র করে সমছু মিয়ার ছেলে ফয়সল মিয়া ও মৃত ছালিম মোল্লার ছেলে সায়েদ আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফয়সাল মিয়া (৩২) ও মোজফর মিয়াকে (৫৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত রবিবারেও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এই ক্যাটাগরীর আরো খবর