নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির গোয়েন্দা বিভাগ অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়ারীকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ জানুয়ারি/১ মাঘ) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আক্তরুজ্জামান (৪৭, পিতা মৃত আব্দুল মান্নান, ঘরকাটি, তাহিরপুর, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা আকরাম মিয়ার কলোনি, বিলপাড়, সিলেট) ও ফারুক হোসেন (৬৩, পিতা মৃত আব্দুল হেকিম, উজানঢাকি, বিয়ানীবাজার, সিলেট, বর্তমান ঠিকানা খালেদ বশির মিয়ার গ্যারেজ, সিলেট) এ দুই জনকে অনলাইন তীর শিলং জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।