হত্যা মামলার প্রধান আসামি ও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামী গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : January 14 2025, 17:28
  • 43 বার পঠিত
হত্যা মামলার প্রধান আসামি ও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হত্যা মামলার প্রধান আসামি ও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী স্বামীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলায় আতাউর রহমান আতাই নামের এক ব্যক্তি প্রতিদিনের ন্যায় স্থানীয় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন; কিন্তু আর ফিরেননি। পরদিন তার মরদেহ পাওয়া যায়, যার মাথায় পাঁচটি আঘাতের চিহ্ন ছিলো। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিস-৩, সুনামগঞ্জ যৌথ অভিযান চালিয়ে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর বাজার এলাকা থেকে এই ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি মো আছাব আলীকে (৫৫, পিতা মৃত রিফাত আলী, পুটামরা, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
একই দিন র‌্যাব-৯, সিপিএসসির একটি আভিযানিক দল রাত পৌণে ১১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বারোগোপী নামক এলাকা থেকে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী মো জসিম উদ্দিনকে (৩৫, পিতা মৃত সোনাফর আলী, বতুমারা, থানা কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর