শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করেছিলেন : সারজিস আলম

  • আপডেট টাইম : January 13 2025, 11:07
  • 4 বার পঠিত
শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করেছিলেন : সারজিস আলম

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা ভারতের সঙ্গে বৈষম্যমূলক চুক্তি করেছিলেন। এখন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। তাই ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে কথা বলছে। দেশ ও দেশের বাইরে থেকে কেউ অন্যায় করলে আমরা তা মেনে নেবো না।’
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা-বাগান মাঠে নাগরিক কমিটি আয়োজিত চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সারজিস আলম চা-শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আগামীতে কেউ যদি সিন্ডিকেট ও চাঁদাবাজি করে আপনাদের জায়গা থেকে তাতে প্রতিবাদ জানাবেন। মনে রাখবেন, যারা অন্যায় করে তারা সংখ্যায় কম আর আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ি টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি, চা শিল্পেও শেখ পরিবার ভাগ বসিয়েছিলো। চা বাগানে কোনো মদের পাট্টা থাকা উচিত নয়। সেগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে।’ সারজিস আলম চা শিল্পকে রক্ষায় বন্ধ সকল চা-বাগান অবিলম্বে চালু করার দাবি জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে ও চা শ্রমিক আপন বোনার্জী রুদ্রর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্মআহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ ও কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জ্যানি।

এই ক্যাটাগরীর আরো খবর