জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজারে জুড়ী থানার উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, জামায়াতে ইসলামীর সাগরনাল ইউনিয়ন সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা সদস্য মোস্তাকিম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুক আহমদ, যুবদল ইউনিয়ন শাখার আহ্বায়ক সামসুদ্দিন, কলাবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত, আল ইক্বরা একাডেমির সভাপতি গিয়াস উদ্দিন, ইউপি মেম্বার প্রদিব যাদব, ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক কামরুল ইসলাম কামাল, সেলিম আহমেদ ও আলাল আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক শাহ আলম, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।