সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত || আহত ১২ জন

  • আপডেট টাইম : January 12 2025, 06:59
  • 13 বার পঠিত
সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত || আহত ১২ জন

বিশেষ প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল গফুর (৪৫) নামের এক প্রবাসী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
তিনি আতাসন গ্রামের সাবেক ইউপি মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে তিনি দেশে আসেন। কয়েকদিন পর ছুটি শেষে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।
এলাকাবাসী জানান, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে ঘটনার দিন একাধিকবার সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর