নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৯ লাখ টাকার মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৯ ও ১০ জানুয়ারি সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া ও পাথরকোয়ারি বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় চিনি, কমলা, জর্জেট থান কাপড়, শীতের কম্বল, জিরা, আই বল ক্যান্ডি, বিড়ি, মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, আটককৃত চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।