নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে নানা কর্মসূচিতে বিশেষ অধিবেশন

  • আপডেট টাইম : January 10 2025, 11:24
  • 2 বার পঠিত
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে নানা কর্মসূচিতে বিশেষ অধিবেশন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জানুয়ারি রাতে উপজেলা সদরের শিবপাশা এলাকায় সংগঠনের অর্থ সম্পাদক ঘোষ ভাণ্ডারের স্বত্বাধিকারী তনয় কান্তি ঘোষ অঞ্জনের উদ্যোগে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচিতে ছিলো, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান, ইষ্ট প্রসঙ্গে আলোচনা ও আনন্দবাজারে ভাণ্ডার বিতরণ।
উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, তাপস বনিক, অবসরপ্রাপ্ত ব্র্যাক কর্মকর্তা রাজেন্দ্র দত্ত রায়, সহসভাপতি শিক্ষক নিখিল সূত্রধর, সহসভাপতি শিক্ষক সুব্রত দাশ, নরেশ দাশ, নারায়ন সরকার, সহ অর্থ সম্পাদক সজল দেব, নিতেশ দাশ, রিংকু রায়, নবারুণ দাশ, হৃদয় শীল ও শুভ পাল।

এই ক্যাটাগরীর আরো খবর