নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান || ২ মাদক ব্যবসায়ী আটক || মালামাল জব্দ

  • আপডেট টাইম : January 10 2025, 11:00
  • 0 বার পঠিত
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান || ২ মাদক ব্যবসায়ী আটক || মালামাল জব্দ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ও মাদকদ্রব্য সহ নানারকম মালামাল জব্দ হয়েছে।
নিয়মিত টহলকালে ১৭ এফএনআইইউর গোয়েন্দা তথ্যের ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) ভোররাতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, স্মার্ট ফোন, পাসপোর্ট, জালটাকা, মদের খালি বোতল ইত্যাদি জব্দ করা হয়।
শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোসবীর রহমানের ছেলে অর রমাকান্ত গোপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গোপের ছেলে। অভিযান শেষে দুজনকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর