বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, শ্রীপুর, সোনালীচেলা ও লাফার্জ বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকার ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কার আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, আটককৃত চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।