শায়খুল হাদিস মুকাদ্দাস আলীর ইন্তেকাল || মুন্সিবাজার টাইটেল মাদরাসা মাঠে দাফন

  • আপডেট টাইম : January 08 2025, 15:09
  • 2 বার পঠিত
শায়খুল হাদিস মুকাদ্দাস আলীর ইন্তেকাল || মুন্সিবাজার টাইটেল মাদরাসা মাঠে দাফন

জকিগঞ্জ প্রতিনিধি : পূর্ব সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেই।
বুধবার (৮ জানুয়ারি/২৪ পৌষ) সকাল ৮টায় জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকার বারগাত্তা গ্রামে নিজের বাড়িতে ইন্তেকাল তিনি করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিকাল সাড়ে ৪টায় সোনাসার বাসস্ট্যান্ডের পূর্ব মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মরহুমের ছেলে মুফতি কামাল আহমদ। পরে মুন্সিবাজার টাইটেল মাদরাসা মাঠে শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর দাফন সম্পন্ন হয়।
জীবদ্দশায় দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত স্থাপনকারী শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ইলমে হাদিসের ওপর তার অগাধ পাণ্ডিত্য ছিলো; কিন্তু ছিলেন নিভৃতচারী ও বুজুর্গিতে অতুলনীয়। তার মৃত্যুতে পূর্ব সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই ক্যাটাগরীর আরো খবর