মাধবপুর ও চুনারুঘাটে ৮৫ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : January 07 2025, 03:18
  • 3 বার পঠিত
মাধবপুর ও চুনারুঘাটে ৮৫ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের দুই উপজেলায় ৮৫ কেজি গাঁজা সহ ৭ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।
এ সময় ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুয়েল আহমেদ (২৬, পিতা আব্দুল কদ্দুছ, সিংচাপইর, ছাতক, সুনামগঞ্জ), আলী হোসেন ওরফে আফজাল হোসেন (২২, পিতা কিরণ মিয়া, খ্রিদাকাপন, ছাতক, সুনামগঞ্জ), আজাদ মিয়া (২৩, পিতা শাজলু মিয়া, পাগলা, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ) ও সোয়েব মিয়া (২৭, পিতা লেবু মিয়া, বীরগাঁও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ)।
একই দিন অপর অভিযানে সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আমির হোসেন (২৪, পিতা মৃত আব্দুল আউয়াল, নয়ানি, চুনারুঘাট, হবিগঞ্জ) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এর আগে ৪ জানুয়ারি আনুমানিক রাত সোয়া ২টায় চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা সহ মো সুমন (৩৩, পিতা বাচ্চু মিয়া, মাছিমপুর, রূপগঞ্জ, নারায়নগঞ্জ) ও মো জসিমকে (৩২, পিতা মোতালেব, কালিপুর, উত্তরপাড়া, ভৈরব, কিশোরগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানাগুলোতে গস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর