দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআই ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআই নেতৃবৃন্দ একমত হয়েছেন যে, প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগের নিশ্চয়তা দিতে পারলেই কেবল প্রবাসীরা দেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে আর লোকবলকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে পারলে গ্র্যাজুয়েশন শেষ করে কাউকে বেকার থাকতে হবে না।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সিলেট চেম্বার ভবনের এক মত বিনিময় সভায় তারা এই মত প্রকাশ করেন।
এসসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিবিসিসিআই প্রতিনিধিদলের প্রধান ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিরেক্টর মঈন উদ্দিন।
তিনি সিলেটের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, সিলেটের অবকাঠামোগত উন্নয়ন ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুততম সময়ে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি জানান।
এর আগে স্বাগত বক্তব্যে এসসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস উল্লেখ করেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় উল্লেখ করা হয়, সিলেট ব্যবসা বান্ধব অঞ্চল। এখানে শিক্ষা, চিকিৎসা, পর্যটন, আইসিটি প্রভৃতি খাতে প্রবাসীরা বিনিয়োগ করতে আগ্রহী; কিন্তু বিনিয়োগ করার মতো যথাযথ পরিবেশ ও নিরাপত্তা পাচ্ছেন না। ফলে বড় ধরনের বিনিয়োগ হতে বঞ্চিত হচ্ছে সিলেট। সিলেটে এনআরবি ইকোনমিক জোন করা হলে প্রবাসী বিনিয়োগ যেমন বাড়বে, তেমনই তৈরি হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কর্মসংস্থান। দেশের শিক্ষিত চাকরি প্রত্যাশীদের একটা বড় অংশ বেকারত্বের হাত থেকেও মুক্তি পাবে।
সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইটের গুরুত্ব বিবেচনায় তা চালু ও বিমানের টিকেটের দাম সহনীয় পর্যায়ে রাখার ওপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।
মতবিনিময় সভায় ‘বিনিয়োগ ও দ্বি-পাক্ষিক ব্যবসা সংক্রান্ত’ বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি বশির আহমদ, ড ওয়ালি তছরউদ্দিন, এমবিই ও মাতাব মিয়া, শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড ইঞ্জিনিয়ার এম ইকবাল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো জিয়াউর রহমান টিটু, দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, হাইটেক পার্ক অথোরিটি সিলেটের উপ সহকারী প্রকৌশলী ফারুক হোসেন, সিলেট চেম্বার পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, মো মাহদী সালেহীন, ইউকেবিএটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম ও ইউটিএস সোলারের পরিচালক জিয়া ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি