বাংলাদেশ হাইকমিশন থেকে ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি সহ অন্যান্য সার্ভিসে ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের জন্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নেতারা দাবি জানিয়েছেন ।
সংগঠনের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি নেতা ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির নেতারা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এক দিনের নোটিশে ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ড করা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। নিজের দেশ বাংলাদেশে যেতে ৭০ পাউন্ড নো-ভিসা ফি অনেক বেশি। বিশেষ করে এখন হলিডে টাইমে যখন হাজার হাজার প্রবাসী দেশে যাওয়ার পরিকল্পনা করছেন ঠিক সেই মুহূর্তে এই নো-ভিসা ফি বৃদ্ধি করায় প্রবাসীরা হতাশ হয়েছেন।
তারা প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে দ্রুত এনআইডি কার্ড প্রদান, পাওয়ার অফ অ্যাটর্নির জটিলতা নিরসন ও বাংলাদেশে খাজনা প্রদানে অযথা হয়রানি না করে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণের জোর দাবি জানান।
একই সঙ্গে নেতৃবৃন্দ অবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমানবন্দর থেকে কাতার, আরব আমিরাত ও সৌদি আরব সহ বিদেশী ফ্লাইট চালুর দাবি জানান।