দেড়যুগ পর দেশে ফিরেই গণসংযোগ শুরু করলেন প্রফেসর এম ফরিদ উদ্দিন

  • আপডেট টাইম : January 05 2025, 16:33
  • 7 বার পঠিত
দেড়যুগ পর দেশে ফিরেই গণসংযোগ শুরু করলেন প্রফেসর এম ফরিদ উদ্দিন

জকিগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর এম ফরিদ উদ্দিন দেশে ফিরেই গণসংযোগ শুরু করেছেন।
রবিবার (৫ জানুয়ারি/২১ পৌষ) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ বং কানাইঘাট ও জকিগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে তিনি কানাইঘাট ও জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহসভাপতি এখলাছুর রহমান, রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্মসম্পাদক এনামুল হক মুন্না, সহসম্পাদক মোর্শেদ লস্কর, সদস্য ওমর ফারুক প্রমুখ।
তিনি কানাইঘাটে সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এই ক্যাটাগরীর আরো খবর