টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি ও বুনোহাঁস শিকার || আটক ২ দুজন

  • আপডেট টাইম : January 04 2025, 12:23
  • 11 বার পঠিত
টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি ও বুনোহাঁস শিকার || আটক ২ দুজন

টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি ও বুনোহাঁস শিকারের দায়ে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি/২০ পৌষ) এক অভিযানে আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আল আমিন (২৪) ও কামরুল (২০)। তাদের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের ও বুনোহাঁসগুলো অবমুক্ত করা হয়েছে।
এছাড়াও বংশীকুণ্ডা গ্রামের আতিকুলের বিরুদ্ধে (২৮) মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হাসেম। সূত্র : মিডিয়া সেল, সুনামগঞ্জ জেলা প্রশাসন

এই ক্যাটাগরীর আরো খবর