জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ নোয়াগ্রাম এলাকা থেকে মো তারেক আহমদ (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি দক্ষিণ নোয়াগ্রামের মো নূরুল ইসলামের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১ হাজার ২শ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
শনিবার জকিগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রিট আদালতে হাজির করলে আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।