সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

  • আপডেট টাইম : January 01 2025, 15:24
  • 15 বার পঠিত
সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকালে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজসেবক, বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ জানুয়ারি/১৭ পৌষ) ভোর ৪টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মহিউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভুগছিলেন। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধারকাপন গ্রামে। দুপুর ২টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক সালমান ফরিদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ।
এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উল্লেখ করেন, মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহর একনিষ্ঠ কর্মী এবং সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।
তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুখ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর