নতুনধারা বাংলাদেশের ঘোষণাপত্র দিবস উপলক্ষে ঢাকায় নানা কর্মসূচি পালন

No Image Available
  • আপডেট টাইম : January 01 2025, 07:39
  • 70 বার পঠিত
নতুনধারা বাংলাদেশের ঘোষণাপত্র দিবস উপলক্ষে ঢাকায় নানা কর্মসূচি পালন

নতুনধারা বাংলাদেশ-এনডিবির ঘোষণাপত্র দিবস নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি/১৭ পৌষ) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডে বিজয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম আল শাওন, কবি বিমল সাহা, মনোয়ারা আক্তার, আনোয়ার আকাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ১ জানুয়ারি নতুনধারা বাংলাদেশের ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিলো। এই ঘোষণাপত্রে দেশকে আত্মনির্ভরশীল করার ঘোষণা থাকলেও স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে আসার পরও আত্মনির্ভরশীল দেশ গড়ার জন্য কোনো সরকার ভাবেনি, যে কারণে জাতি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে এখন হুমকির মুখে। একই কারণে দেশে কথায় কথায় ঘটছে মব ইনজাস্টিসের ঘটনা। চাঁদাবাজি বেড়েছে। দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মতো কেপিআইভুক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে, যা অতীতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এ অবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ, যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর