বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নির্যাতিত, নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে ‘৫ আগস্ট গণঅভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন, মৌলভীবাজার’ গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর/১৬ পৌষ) দুপুরে শহরের একটি হোটেলে গণঅভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতভাবে মো মশাহিদ আহমদকে (দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী) আহবায়ক ও এ এস কাঁকনকে (নাগরিক টিভি ও দৈনিক ভোরের পাতা) সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের লক্ষ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে যে সকল সাংবাদিক পেশাগত দায়িত্ব করতে গিয়ে ক্ষমতাসীনদের দ্বারা নির্যাতনের শিকার ও জানে-মালে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা, যাতে তারা যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পান।
একই সঙ্গে অর্ন্তবর্তী সরকার ও ভবিষ্যত যেকোনো সরকারের সময় পেশাগত কাজের জন্য নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়াবে এবং নির্যাতিত সাংবাদিকদের ন্যায়বিচার বিচার প্রাপ্তি নিশ্চিতে কাজ করবে।