যথাযথ আইন মেনে বেঁধে দেওয়া সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার নির্দেশ

  • আপডেট টাইম : December 30 2024, 06:59
  • 11 বার পঠিত
যথাযথ আইন মেনে বেঁধে দেওয়া সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার নির্দেশ

দিরাই থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
তিনি যথাযথ আইন মেনে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাইয়ে হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামত মনিটরিং কমিটির অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী কর্মকর্তা এ টি এম মোনায়েম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক, জেলা মনিটরিং কমিটির সদস্য সালেহীন চৌধুরী শুভ, কানিজ সুলতানা এবং উপজেলা মনিটরিং কমিটি ও পিআইসির সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই ক্যাটাগরীর আরো খবর