সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশীদ বলেছেন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্ব অপরিসীম। বন ছাড়া জীববৈচিত্র্য তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না।
লাঠিটিলা সংরক্ষিত বনটি অনেক সমৃদ্ধ। এখানকার জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রকৃতিকে তার নিজের মতো রাখতে হবে। যেখানেই মানুষের হাত লেগেছে সেখানেই প্রকৃতি নষ্ট হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রকৃতি রক্ষা করতে চায়। এ কারণে লাঠিটিলা বনে সাফারি পার্ক প্রকল্প বাতিল করেছে।
রবিবার (২৯ ডিসেম্বর/১৫ পৌষ) সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বন ঘুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব শনিবার (২৮ ডিসেম্বর) দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসেন।
দেশের প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ করার আহ্বান জানিয়ে ড শেখ আব্দুর রশীদ আরো বলেন, প্রাকৃতিক বনাঞ্চলের পাশাপাশি নিজেদের গাছ লাগানোর প্রতি জোর দিতে হবে। বনাঞ্চলের গুরুত্ব ও উপকারিতা বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করতে হবে। বনভূমির জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকারি-বেসরকারিভাবে বনভূমি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আব্দুস সালাম চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মৌলভীবাজারের এনডিসি রতন কুমার অধিকারী, সহকারী বন সংরক্ষক নাজমুল আলম, জুড়ী থানার ওসি মো মুরশেদুল আলম ভূঁইয়া, প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক প্রমুখ।
মন্ত্রিপরিষদ সচিব বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রও পরিদর্শন করেন।