সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শৈবালের উদ্যোগে দুদিনব্যাপী জিআইএস প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : December 29 2024, 07:57
  • 25 বার পঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শৈবালের উদ্যোগে দুদিনব্যাপী জিআইএস প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির বিজনেস ক্লাব ও মাৎস্যবিজ্ঞান অনুষদের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন শৈবালের উদ্যোগে ২ দিনব্যাপী ’জিআইএস ট্রেনিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার আয়োজিত সেশনটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এডজাংক্ট ফ্যাকাল্টি মেম্বার সব্যসাচী নিলয়।
প্রশিক্ষণের সমাপনী দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড নির্মল চন্দ্র রায় এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মো এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মাহবুব ইকবাল ও জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড আহমেদ হারুন-আল-রশীদ
প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ কুইজ ও এ্যাসাইনমেন্ট পর্বে বিজয়ীদেরকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।
কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর