শায়েস্তাগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি ও ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : December 29 2024, 07:37
  • 12 বার পঠিত
শায়েস্তাগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি ও ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প, শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিরামচর ও কাজিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ১৯টি মামলার পলাতক আসামি ফারুক মিয়া (৩২, পিতা আব্দুল কদ্দুছ মিয়া, সুঘর, সদর, হবিগঞ্জ), ১৭টি মামলার পলাতক আসামি স্বপন মিয়া (৩৪, পিতা মৃত জলফু মিয়া, ওলিপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), ৫টি মামলার পলাতক আসামি রহমত আলী (৩২, পিতা তৈয়ব আলী, সানাবই, সদর, হবিগঞ্জ) ও সুজন মিয়া ওরফে হৃদয়কে (২২, পিতা আলাই মিয়া, থানাগাঁও, ওসমানীনগর, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃদেরকে সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর