ব্রাহ্মণবাড়িয়ায় ক্লুলেস হত্যা মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : December 29 2024, 11:05
  • 15 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ক্লুলেস হত্যা মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ক্লুলেস হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে।
গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় অটোরিকশাচালক মো বিল্লাল মিয়ার (৬০) মরদেহ আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লামাবায়েক আখড়ার দক্ষিণ পাশে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পরবর্তী সময়ে তার স্ত্রী এলাকার লোকজনের উপস্থিতি ও পুলিশের সহায়তায় তা সনাক্ত করেন। মরদেহের পিঠে ছুরিকাঘাতের রক্তাক্ত জখম ও গলায় একটি কাটা দাগ ছিলো। এই ঘটনায় বিল্লাল মিয়ার স্ত্রী বাদি হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরীবাড়ি বাসস্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মো আল আমিন (৪০, পিতা মৃত আব্দুল আজিজ, শরীয়তনগর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) ও মো শেখ রুবেল আহমেদকে (৩৫, পিতা মৃত শেখ জহিরুল ইসলাম, তালশহর, পূর্বপাড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
অপর একটি অভিযানে র‌্যাব-৯ ও র‌্যাব-১ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি দ্বীন ইসলামকে (৩৪), পিতা-মৃত মাজু মিয়া, লালপুর নিয়াগাঁও, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃদেরকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর