জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়কের উপর ফুটবল খেলতে গিয়ে সিলেটগামী বাসের ধাক্কায় আবির আহমদ বাবু (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর/১৪ পৌষ) সকাল সাড়ে ১১টায় জকিগঞ্জ-সিলেট সড়কে কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আবির আহমদ বাবু উপজেলার দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে। সে গণিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।
এ ঘটনার পরপরই স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বাসচালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা গাড়িটি ভাংচুর করে।
এলাকার লোকজন জানান, কয়েকটি ছেলে রাস্তার উপর ফুটবল খেলছিল। এক পর্যায়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি গেইটলক বাস আবির আহমদ বাবুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। । গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।