জুড়ী থেকে সংবাদদাতা : ধর্মীয় আচার, সম্মিলিত প্রার্থনা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খ্রিস্টান সমাজের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার ১৭টি গির্জা ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাড়িঘর সাজানো হয় ক্রিসমাস ট্রি, প্রতীকী গোয়ালঘর ও আলোকসজ্জায়। এলবিনটিলাপুঞ্জি, লাহুনপুঞ্জি, ফুলতলা চা বাগান, আদাবাড়িপুঞ্জি, কুচাইতলপুঞ্জি, কুচাই চা বাগান, শিকড়িবস্তি, গোবিন্দপুর চা বাগান, জামকান্দি ও দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিল উৎসবমুখর পরিবেশ। বড়দিন উপলক্ষে সকল জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই শুরু হয় বড়দিনের কর্মসূচি। এলবিনটিলা খাসিয়াপুঞ্জির গির্জায় প্রার্থনা পরিচালনা করেন, ফাদার রিপন রোজারিও।
অন্যান্য গির্জাতেও বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিশুদের হাতে সান্তা ক্লজ তুলে দেন উপহারসামগ্রী। এছাড়া সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়। গির্জার আশপাশে বসানো হয় চেকপোস্ট। পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া, ওসি তদন্ত মো জহিরুল হক, গ্রাম উন্নয়ন কার্যক্রম-গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো মেহেদী হাসান পিপিএমও বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।