ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩১১ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম : December 26 2024, 13:09
  • 16 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩১১ বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৩১১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলার কসবা উপজেলার আকবরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১৬১ বোতল ফেনসিডিল সহ মো মাহিন (১৭, পিতা কিরন মিয়া, বাদারতি, কালিগঞ্জ, গাজীপুর) নামে একজনকে গ্রেফতার করা হয়।
অপর একটি আভিযানিক দল (২৬ ডিসেম্বর/১১ পৌষ) ভোরে কসবা পৌরসভা মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ মো আফজাল হোসেন (৩২, পিতা রাশেদ মিয়া, জাজিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) নামে আরেকজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর