শুভ বড়দিন উদযাপিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও আনন্দ আয়োজনে

No Image Available
  • আপডেট টাইম : December 25 2024, 06:54
  • 50 বার পঠিত
শুভ বড়দিন উদযাপিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও আনন্দ আয়োজনে

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৫ ডিসেম্বর/১০ পৌষ) বিশ্বব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও আনন্দ আয়োজনে খ্রিস্টান সমাজের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।
এ পবিত্র দিনটি উপলক্ষে সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় প্রেসবিটারিয়ান চার্চে উপাসনা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকাল ১১টায় কাটা হয় কেক। এ সময় উপস্থিত ছিলেন, ক্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু ফাদার ডিকন সাংমা, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুল মোহিত, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোপিকা রঞ্জন পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির প্রমুখ।
এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর