নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ২২৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১৫৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়। তার নাম নয়ন খান, বয়স ২০ বছর, পিতা মো মোহন খান, গ্রাম গোপালপুর, উপজেলা গৌরীপুর, জেলা ময়মনসিংহ।
এছাড়াও র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২২ ডিসেম্বর) সকালে একই এলাকার উথারিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিল সহ মো নিঝুম মিয়া (১৯, পিতা মো সাজু মিয়া, উথারিয়াপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) নামে আরো একজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী