অন্তর্বর্তী সরকার প্রতিবন্ধকতা কাটিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছে

  • আপডেট টাইম : December 23 2024, 12:29
  • 2 বার পঠিত
অন্তর্বর্তী সরকার প্রতিবন্ধকতা কাটিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডার সেবা প্রদানের মানসিকতা আছে; কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে।
তিনি আরো বলেছেন, অন্তর্বর্তী সরকার পূর্বের প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছে। সরকার ভোগান্তি কমিয়ে নতুন কিছু করতে চায়।
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড খন্দকার আজিজুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস তরুণ বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে কাজ করছেন উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, স্টাটআপ ও এসএমই সহ বিভিন্ন খাতে শুধু যুব উদ্যোক্তাদের সহায়তা করতে বিডা আলাদা একটা সেল করতে যাচ্ছে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, জটিলতা নিরসনে এখন পর্যন্ত পর্যাপ্ত বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে কোন উদ্যোগ নেওয়া হয়নি। যে ধরনের সমস্যার সম্মুখিন হয়েছেন সে বিষয়ে বিভিন্ন ফোরামে আওয়াজ উঠাতে হবে। তাহলে অভিযোগের প্রেক্ষাপটে সুনির্দিষ্ট সে সব বিষয়ের সমাধান দেওয়া হবে।
বিডার মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অন স্টপ সার্ভিস-ওএসএসের মাধ্যমে সেবা নিলে বিনিয়োগকারী কোথায় কীভাবে ভোগান্তির সম্মুখিন হচ্ছেন, সেগুলো দ্রুত চিহ্নিত করে সহজে সমাধানের উদ্যোগ নেওয়া যায়।
বিনিয়োগকারীদের কী কী নতুন সেবা প্রয়োজন এবং বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার জন্য সুনির্দিষ্ট কোন সুপারিশ বা পরিকল্পনা থাকলে তা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষেকে জানাতে তিনি আহ্বান জানান।
বিশ্বে বাংলাদেশের বিনিযোগ বান্ধব ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম হাতে নিয়েছে বলে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান। পিআইডি সিলেট

এই ক্যাটাগরীর আরো খবর